ছড়া - কবিতা । বৈশাখ ১৪৩২




কলম লেখে পদ্য 












জগদীশ মণ্ডল

কলকাতা, পশ্চিমবঙ্গ



 

কী করে যে লেখে ছড়া
তাই নিয়ে খুব চলছে পড়া,
বসেছি আম গাছের পাশে
যদি একটি ছড়া আসে।

গাছের ডালে পাখির মেলা
মিলেমিশে করছে খেলা,
হঠাৎ মেঘে ঘিরে ধরে
ঝড় উঠেছে শোঁ শোঁ স্বরে।

পাতা ঝরে উথাল পাথাল
ঘুরপাক খায় বেহাল মাতাল,
টপুস- টাপাস আমের গুটি
যায় ছড়িয়ে লুটোপুটি।

 

উড়ে চলে কাকের সারি
বৃষ্টি ফোঁটা নয় তো ভারি,
সঙ্গে আমার নেই কো ছাতা
ছিঁড়লো ক’টি বইয়ের পাতা।

যে পাখিরা খেলছিলো খুব
এক্কেবারে হলো কী চুপ ?
একটি পাখি ডিগবাজি খায়
অন্যরা সব ভয়ে তাকায়।

কে হবে ঐ পাখির মালি
কারো হচ্ছে বুকটি খালি,
হাত রাখি যেই পাখির মাথায় 
পদ্য হয়ে ঝরলো খাতায়।