সোজা কথা

কি শো র  বা র্তা  ব ন্ধু দে র  উ দ্দে শ্যে

কিশোর বার্তর উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় প্রত্যেকের সক্রিয়-সহযোগিতা প্রয়োজন।

ছাপা, বাঁধাই, সবশেষে রেজিস্টি করে ম্যাগাজিনটি ডাকে দেওয়া প্রতিটা ধাপে টাকা, যা কিনা বিজ্ঞাপন ছাড়া এই ছোট্ট রাজ্যে সম্ভব নয়। সব থেকে দুঃখের বিষয় ম্যাগাজিন বিক্রেতা ম্যাগাজিন বিক্রি হওয়া সত্যেও না টাকা দেবে, না ওরা ম্যাগাজিন ফেরত দেবে... পাওয়ার মধ্যে শুধু মিষ্টি কথায় দিনের পর দিন পার করা।

বর্তমান আর্থিক অনটনের এই সময়টাতে ছোট কাগজ প্রকাশে সরকারি - বেসরকারি বিজ্ঞাপনের সহযোগিতার আশা করা সম্ভব নয়... 

তাই প্রিন্ট এডিশন আপাতত বন্ধ রাখতে বাধ্য হলাম...

ওয়েব এডিশনও বেড় করা তবেই সম্ভব যখন আপনারা সবাই নানা ভাবে সহযোগিতার হাত এগিয়ে দেবেন। সহযোগিতায় আপনারা নিজের কাগজ ভেবে এগিয়ে আসুন-কিভাবে আরও ভালো কাগজ করা যায়, আপনি কিভাবে কাগজটিকে সহযোগিতা করতে পারবেন আমাদের জানান... তা না হলে কাগজটিকে বাঁচানো সম্ভব হবে না।

আপনাদের উত্তরের অপেক্ষায়

আপনাদের

সম্পাদক/প্রকাশক বন্ধু



এ ক টি  অ নু রো ধ

বেশীরভাগ বন্ধুরা লেখা পাঠিয়েই একটার পর একটা কল করে জিজ্ঞ্যাসা করতে থাকেন- লেখাটা মনোনীত হয়েছে কি?, হোয়াটসঅ্যাপ-এ সকাল সন্ধ্যে নানা কিছু পাঠিয়ে যাচ্ছেন... এমন কি- 'আমি একটা গল্প পাঠাব', 'একটা কবিতা পাঠাতে পারি কি?'...। 

বিনা কারণে ফোন করছেন... দয়া করে এমনটি করবেনা। লেখা মনোনীত হলে জানিয়ে দেওয়া হবে। আমাদের কনোও স্টাফ নেই, সময় মতো উত্তরও দিতে পারিনা, অক্ষমতার জন্য কষ্ট হয়...। 

লেখা পাঠানোর নিয়ম জানতে প্রায় সব্বাই ফোন করছেন... 

লেখা পাঠাতে দেখুন