বিজ্ঞান বিচিত্রা । ভাদ্র ১৪৩২





কপি পেস্টের জনক ল্যারি টেসলার 












পুলকরঞ্জন চক্রবর্তী

পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ




 

কম্পিউটার বা মোবাইল ফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। 

আমরা  যারা কম্পিউটার বা স্মার্ট ফোনে নিয়মিত কাজ করি তাদের কাছে কাট-কপি-পেস্ট  অত্যন্ত জরুরী একটি কমান্ড, এ বিষয়ে কোনো সন্দেহ আছে কি

কখনও ভেবে দেখেছো, যদি  কাট-কপি-পেস্ট  না থাকত তাহলে  আমাদের কম্পিউটার জীবনটা কেমন হত! অফিসে বা বাড়িতে কম্পিউটারে কাজ করার সময় কতবার যে আমরা এই ফিচারটি ব্যবহার করি তার হিসেব কখনও কি করেছো

১৯৭০ সালের আগে এমন কমান্ড কিন্তু ছিল না। কাট -কপি এবং পেস্ট কমান্ডটি  ১৯৭৩ সালে  প্রথম  জেরক্স পার্ক (Xerox PARC)-এ উদ্ভাবিত হয় একজন কম্পিউটার বিশেষজ্ঞের হাত ধরে, নাম তাঁর ল্যারি গর্ডন টেসলার

১৯৪৫ সালের ২৪ এপ্রিল নিউইয়র্কে জন্ম গ্রহণ করেন এই মানুষটি।  ১৯৬০-এর দশকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সের ডিগ্রি লাভ করার পরে  তথ্যপ্রযুক্তি সংস্থা জেরক্স-এ যোগ দেন তিনি। জেরক্স-এ কাজ করার সময় ল্যারি টেসলার তাঁর সহকর্মী টিম মটের সঙ্গে কাজ করে একসাথে  জিপসি নামক একটি টেক্সট এডিটর তৈরি করেন। এটি ছিল প্রথম গ্রাফিক্যাল টেক্সট এডিটরের মধ্যে অন্যতম। জিপসি টেক্সট এডিটরের অংশ হিসেবে তারা কাট, কপি ও পেস্ট ফিচার চালু করেন। সেই সময়ে ল্যারি টেসলার এই আবিষ্কার  কম্পিউটিংয়ে একটি নতুন দিগন্তের সূচনা করে

১৯৮০-এর দশকে অ্যাপল প্রথম তাদের  ম্যাকিনটোশ কম্পিউটারে এই বৈশিষ্ট্যটি নিয়ে আসে, যা সাধারণ মানুষের জন্য  কাট-কপি-পেস্ট প্রক্রিয়াকে সহজ করে তোলে। ল্যারি অবশ্য  ততদিনে স্টিভ জোবসের হাত ধরে জেরক্স ছেড়ে  অ্যাপলে চলে এসেছেন। অ্যাপলে থাকাকালীন তিনি ম্যাকিনটোশ কম্পিউটারের অনেক পরিবর্তন করেন। কপি-পেস্টের ফিচার সংযোজন ছাড়াও কম্পিউটারে টাইপিং-এর বদলে  'মাউস' এবং 'কারসার' ব্যবহার তারই অবদান

পরবর্তী কালে  উইন্ডোজ অপারেটিং সিস্টেমও এই ফিচারগুলি গ্রহণ করে এবং এই ফিচারগুলি কম্পিউটিংয়ের একটি অপরিহার্য অংশে পরিণত হয়। কম্পিউটার হয়ে ওঠে ব্যবহারকারীবান্ধব। বলা যায়গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ও পার্সোনাল কম্পিউটিংয়ের অনেক মৌলিক ধারণার জন্ম হয়েছিল ল্যারি  টেসলার হাতে। ল্যারিজেরক্স এবং  অ্যাপল ছাড়াও অ্যামাজনইয়াহুর মতো বিশ্বের বৃহত্তর প্রযুক্তি  সংস্থায় কাজ করেছেন। 

ল্যারি টেসলার ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান