ছড়া - কবিতা । বৈশাখ ১৪৩২



আজব দেশ 











মনিভা সাধু

হুগলি, পশ্চিমবঙ্গ



 

চক্ষু ছানাবড়া হয় আজবদেশের কান্ডকারখানায়-
এ দেশে মানুষেরা বন্দী থাকে লোহার খাঁচায়,
তাদের দেখতে জীবজন্তুরা টিকিট কেটে লাইন লাগায়।
হেথায় বাঘ সিংহ ভয়ে পালায় হরিণের তাড়ায়,
বিড়াল ইঁদুরে একসাথে চপ কাটলেট খায়!
সাপে-নেউলে এক গর্তে হেসেখেলে দিন কাটায়।
কোকিলের বাসায় কাকের ছানা নিশ্চিন্তে ঘুমায়,
সাতসকালে পানকৌড়ি মাছেদের ডুব সাঁতার শেখায়!
বক আর মাছরাঙা তাই দেখে আনন্দে লাফায়।
হাঁড়িচাচার কাছে ময়না, বুলবুলি, কাকাতুয়ায়-
সকাল-সন্ধ্যা নিয়মিত উচ্চাঙ্গসঙ্গীতের তালিম নেয়!
ইচ্ছে হলেই হাতি ডানা মেলে উড়ে যায় হেথায় হোথায়।
রামছাগল সময় পেলে দাড়ি নেড়ে রাগপ্রধান গান গায়,
গাধা তার সাথে একমনে সঙ্গত করে গলা সেধে যায়।
খইদুধ খেয়ে সাধন ভজন করে শিয়াল তীর্থযাত্রায়-
কুমীরের কান্নায় গরু-ভেড়া পাশে এসে সান্ত্বনা দেয়।
ভাল্লুকের জ্বরে কবিরাজি ওষুধ তৈরি হয় হামানদিস্তায়।
অপরাধ হলে আরশোলার এজলাসে বিচারসভায়-
আগবাড়িয়ে টিকটিকি টিক টিক করে বিচারের রায় দেয়।
দুচোখ বন্ধ করলেই যখন তখন এই দেশে যাওয়া যায়।