যৌথ উদ্যোগে বই প্রকাশ করতে আগ্রহী, যোগাযোগ করুন

'কিশোর বার্তা প্রকাশন'-এর মূল উদ্দেশ্য এই প্রকাশনার লাভ দিয়ে 'কিশোর বার্তা' পত্রিকাটিকে বাঁচিয়ে রাখা এবং একই সঙ্গে ভালো লেখকদের ভালো লেখা পাঠকদের হাতে তুলে দেওয়।।

........................

 

প্রিয় কিশোর বার্তা বন্ধু,

কিশোর বার্তা প্রকাশন ভালো মানের লেখা খুঁজছে— এমন পান্ডুলিপি যা প্রকাশিত হলে পাঠক সন্তুষ্ট হবে।

আমাদের কাছে প্রচুর ফোন আসছে, কিন্তু সব ফোন ধরতে সম্ভব হয় না। তাই অনুগ্রহ করে ইমেইল করুন অথবা (ইমেইলে সম্ভব না হলে) হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। আমরা সময় করে আপনাদের উত্তর দেব।

আমাদের লিখুন—

১। আপনার বক্তব্য।

২। আপনার সংক্ষিপ্ত পরিচয়।

৩। এর আগে কোনো বই প্রকাশিত হয়েছে কি না, তা জানান।

৪। ১৫০-২০০ শব্দের মধ্যে পাণ্ডুলিপির সংক্ষিপ্ত বিবরণ।

৫। পাণ্ডুলিপির মোট শব্দ সংখ্যা।

৬। ঠিকানা, ইমেইল ও মোবাইল নম্বর।

৭। আপনি কি বইটি ইংরেজি ও হিন্দিতেও প্রকাশ করতে চান?

আমরা স্বল্প মূল্যে বইটি পাঠকদের হাতে পৌঁছে দিতে চাই, তাই পেপারব্যাক সংস্করণ প্রকাশে অগ্রাধিকার দেওয়া হয়।

মনোনীত হলে, যদি যৌথ উদ্যোগে বইটি প্রকাশ করা হয়, তাহলে ২০০ কপি (রয়্যালটি ছাড়া ৩০% ছাড় দিয়ে) কিনতে হবে। তবে সম্পূর্ণ নিজ খরচে প্রকাশ করলে, সে ক্ষেত্রে বইয়ের পৃষ্ঠাসংখ্যা ও সম্পূর্ণ করার পারিশ্রমিক নির্ধারিত হবে।

আমরা বর্তমানে বইমেলায় অংশগ্রহণ করছি না, তাই আপনার বই 'কিশোর বার্তা'র ওয়েবসাইট ও ফেসবুক পেজগুলোতেই প্রচারিত হবে।

যদি যৌথ উদ্যোগে বই প্রকাশ করা হয়, তাহলে বিক্রির উপর ১০% রয়্যালটি দেওয়া হবে