ছড়া - কবিতা ৪ । কার্ত্তিক ১৪৩২



জবর খবর!




গোবিন্দ মোদক 

বর্ধমান, পশ্চিমবঙ্গ 



 

হাঃ! হাঃ! হাঃ। জবর খবর!
শুনবে সবাই এসো,
গজিয়েছে শিং ভোলার মাথায় 
বলছে রতন মেসো! 

শিং দু'টো বেশ আঁকাবাঁকা 
যেন গাছের ডাল, 
তাতেই নানান চিত্র আঁকা 
হলদে, নীল ও লাল! 

সেই শিং-এ তেই ফুল ফুটছে
বসছে প্রজাপতি,  
বলো দেখি ফল ধরলে 
হবে কী তার গতি! 

আটকে যাচ্ছে শিং দু’খানা 
ঢুকতে গেলে ঘরে, 
আরও সমস্যা বিছানাতে
শুতে গেলে পরে।

ভোলা কিন্তু বেশ বিন্দাস –
নেই কোনও টেনশন,  
শিং-এর ওপর ফ্যান লাগিয়ে 
হাওয়া খায় বনবন!