| | হাঃ! হাঃ! হাঃ। জবর খবর! শুনবে সবাই এসো, গজিয়েছে শিং ভোলার মাথায় বলছে রতন মেসো!
শিং দু'টো বেশ আঁকাবাঁকা যেন গাছের ডাল, তাতেই নানান চিত্র আঁকা হলদে, নীল ও লাল!
সেই শিং-এ তেই ফুল ফুটছে বসছে প্রজাপতি, বলো দেখি ফল ধরলে হবে কী তার গতি!
আটকে যাচ্ছে শিং দু’খানা ঢুকতে গেলে ঘরে, আরও সমস্যা বিছানাতে শুতে গেলে পরে।
ভোলা কিন্তু বেশ বিন্দাস – নেই কোনও টেনশন, শিং-এর ওপর ফ্যান লাগিয়ে হাওয়া খায় বনবন!
|