আকাশ কালো, মেঘ ঘনালো
রিম ঝিম ঝিম বৃষ্টি।
ছন্দে-মায়ায়, কাব্যে গাথায়
অপরূপ সব সৃষ্টি!
পথ-ঘাট কই, জলে থই থই
ব্যাঙেরা ধরে গান।
কদম-জুঁই-ঘাস, বেলির সুবাস
জুড়িয়ে দেয় প্রাণ।
কাদা-মাখা গায়ে, ফুটবল পায়ে
ফিরছে ছেলের দল।
পড়াশোনা ছুটি, ভাই-বোনে দুটি
নৌকা ভাসাই চল!
খিচুড়ির গন্ধে, জমে যায় সন্ধে
নামে ঝিঁঝি-ডাকা রাত।
শিহরিত মনে, ভূতের গপ্প শুনে
বর্ষা-দিন জমজমাট!