ছড়া - কবিতা । জ্যৈষ্ঠ ১৪৩২










 গোলমেলে 













অচিন্ত্য সুরাল 

কলকাতা, পশ্চিমবঙ্গ



 

'চোখের মাথা' খেলেই যখন চশমা নাকে আঁটি
আজব ব্যাপার ঘটতে দেখি বলছি খুঁটিনাটি

'হাড়পাজি'টা চর্বি মুড়ে লুকায় পাজি হাড়
'পেটরোগা'টা হাপুস খেয়ে বাড়ায় পেটের আড়

'কানপাতলা' ব্যায়াম যোগে ফোলায় দুটি কান
'নাকউঁচু'টা নরুন পেলে নাকটি করে দান

'ঘাড় সোজা'টার পেট খালি তাই কুঁজো হলো পিঠ
'দিলখোলা' তার দিলটা বেঁধে লাগায় কষে গিঁট

'বুকের পাটা' যার ছিল সে দেয় ভাসিয়ে বুক
'পোড়াকপাল' চন্দনে পায় কপাল জুড়ে সুখ

'ঠোঁটকাটা'রা গঁদের আঠা লাগায় ঠোঁটের পাশে
এসব দেখে দুমড়িয়ে মুখ 'গোমড়ামুখো' হাসে