ছড়া - কবিতা ২ । কার্ত্তিক ১৪৩২



তাহলে তো












শৈলেন কুমার দত্ত

হুগলি, পশ্চিমবঙ্গ 



 

ছিমছাম গোঁফ দাড়ি, ফিটফাট বেশ ও
মজাদার আমাদের তিন জন মেসো।
বড়ো জন ঘুমোবেন শনিবারে ছুটি
আর কেউ ধরবে না মোটে তার ত্রুটি।
মেজো জন পালোয়ান এই দিনে একা সে 
ফাঁকা দেখে আখড়ায় মুখ করে ফ্যাকাশে।
ছোটো মেসো গদ গদ নায়কের ভাবে তে 
শনিবারে মন দেন এক গাছ ডাবে তে।
তিন মাসি হাসি খুশি নানা কাজে জড়িয়ে 
মামাদের বাড়ি রাখে আহ্লাদে ভরিয়ে!
আরও এক মেসো যদি কোনো ভাবে ধরা যায় 
তাহলে তো ছড়া টার ফাঁক গুলো ভরা যায়!

 

<