ছড়া - কবিতা ৮ । কার্ত্তিক ১৪৩২



ফাঁদে পড়ে কাঁদে মামা








প্রণব কুমার
 
চক্রবর্তী

কুচবিহার, পশ্চিমবঙ্গ 



 

খবর হলো সিংহ মামা ছোবেই না আর মাংস
ষড় রিপুর তারণাকে করবে এবার ধ্বংস!
এতোকাল যে পাপ করেছে পশু-পক্ষী মেরে
করবে সে তার প্রায়শ্চিত্ত পূজা আর্চা করে!
ভোর বেলাতে করবে সে নগর কীর্তন গান
ফেরার পথে ওই সকালেই সারবে গঙ্গা স্নান!
বাড়ি ফিরে পুজো সেরে করবে ফলাহার
এটাই হলো সিংহ মামার রুটিন সমাচার!
ভাগনে শিয়াল ধূর্ত ভারী,  তক্কে তক্কে থেকে 
সিংহ মামা করছেটা কী, লুকিয়ে সেটা দেখে!
দেখলো সে সিংহ মামার মাংস ছাড়ার কথা
সত্য নয়কো আদৌ সেটা, মিথ্যে! বাতুলতা!

 

ঢোল পিটিয়ে জঙ্গলেতে বেড়ায় শিয়াল বলে 
খবরদার, পোড়ো না কেউ সিংহ মামার চালে!
বে-ঘোরেতে জানটা যাবে, ফল নিয়ে গেলে হোথা 
ঘাড় মটকে মারবে মামু, চিবিয়ে খাবে মাথা! 
বনের সব পশু পাখি জোট বেঁধে এক হয়
শফত নিলো সিংহের কাছে আর কক্ষনো নয়!
নিজেই ধরা পড়েন মামা নিজেরই পাতা ফাঁদে
বনের রাজা হয়ে সিংহ ভেউ ভেউ করে কাঁদে!

 

<