| | মেঘেদের কি হয়ছে? কাঁদছে ওরা দিনভর, ওরা খুব ভয়
পেয়েছে নাকি ওদের ধূম
জ্বর। কেউ জানে না কি
রোগ, থেকে থেকে
ছিঁচকাঁদন বরষা এলেই ওদের
বুঝি আলগা হয় ঠিক
বাঁধন। সেই দুখ্যু কেউ
চেনে না শুধুই জানে
বরষাকাল মর্জিমাফিক ওর
হাতেতেই খাচ্ছে খাবি
সাতসকাল। কাঁদুক মেঘ হালকা
হবে হালকা বুকে ফুটবে
হাসি, সেই হাসিতেই বুঝব
হেসে
মেঘের কান্না ভালবাসি।
|