| | ভেবে ভেবে অস্থির পশুপতি মান্না, ঠাকুরমার কোলে বসে জুড়ে দিল কান্না।
জীবনে কি হতে চায় কোনটাতে লক্ষ্য, ডাক্তার মুক্তার শিক্ষক দক্ষ..
বিজ্ঞানী, মিলিটারি নাকি হবে আঁকিয়ে, যতভাবে, চোখ দুটো তত যায় পাকিয়ে।
ঠাকুরমা সব শুনে বলে ওঠে, ধুশ্, যেটাই হও, থাকে যেন মান আর হুঁশ।
|