ছড়া - কবিতা ৫ । ভাদ্র ১৪৩২

 আজব ভুঁড়ি

হাওড়া, পশ্চিমবঙ্গ



 

বিষ্টু বাবু চললে কোথায়,

সামনে দুলিয়ে মস্ত বোঝা!

পিঠের সাথে দুহাত খালি,

শিরদাঁড়া টা নয়কো সোজা।

মুচকি হেসে বিষ্টু বলে,

বুঝলে নাতো কেষ্ট চরণ।

এটাই আমার নিত্যভ্যাস,

সান্ধ্যকালীন একলা ভ্রমণ।

বেশ বলেছো মজার ছলে,

মধ্যপ্রদেশ হয়েছে ভার।

আদিখ্যেতায় তাইতো আমায়,

বলছে লোকে ওজনদার।

যে যাই বলুক মাখিনা গায়,

পেট পুরে খাই ভাত ও মুড়ি।

সবার নজর আমার দিকে,

লেখতে এ হেন আজব ভুঁড়ি।