ছড়া - কবিতা ১

                                                                                                                                                                                          ছবি সৌজন্যে - hankeringforhistory

 বৃষ্টি তুমি আসবে কবে ?











শিবুকান্তি দাশ
ঢাকা, বাংলাদেশ



 

বৃষ্টি তুমি আসবে কবে ? আগুন হয়ে রোদ্ব জ্বলে

কালো মেঘের পাহাড় থেকে বৃষ্টি তুমি আসবে বলে

গাছের পাতা পড়ছে ঝড়ে বৈশাখী তাপ বাড়ছে জোরে

রাত্রি জাগে তোমার গানে মানুষ ঘুমায় ভোরে ভোরে

 

সকাল হলেই সূর্য্য যেনো আগুন ডানার জোড়া পাখি

কিন্তু তুমি দাওনা সাড়া দেমাক কেন তোমার এতো

কোটি কোটি মানুষের ডাক তোমার কাছে খুব কি তেতো ?

 

দাঁড়াও তুমি আসছি দেখো ফুল দুবর্বা কূলো নিয়ে

বৃষ্টির গান গাইব দেখো শিন্নি দেবো মাজার গিয়ে

দেবতা বাড়ি মান্ত করব তোমার নামে নালিশ করে 

দেখি তুমি কেমনে থাকো জল না দিয়ে বদ্ধ ঘরে

 

বৃষ্টি তুমি আসো জোরে কর্ণফুলির নাওয়ের পরে

খোকা খুকির মিষ্টি গালে ফোটা ফোটা ঝড়ে ঝড়ে

তুমি আসলে খুশি হবে পাখ পাখালি, গাছের পাতা

তুমি আসলে উঠবে জেগে এই ধরণীর সবুজ খাতা

 

 


  

<