ছড়া - কবিতা । বৈশাখ ১৪৩২


নেংটির আর্জি 












কমলাকান্ত

সেন

কলকাতা, পশ্চিমবঙ্গ



 

নেংটি ইঁদুর বেরিয়ে এসে বলল- ব্যাটা বাঘ,
হালুম হুলুম করিস, তোর বড্ড বেশি রাগ।
তোর জ্বালাতে নিরীহরা পায়না প্রাণে স্বস্তি,
মারতে হলে মারনা গিয়ে জলের জলহস্তি।
কুটুস কাটুস ফলমূল খাই, নইকো মাংসাশী,
সবাই মিলে নির্বিরোধে থাকতে ভালবাসি।
ঘাস পাতা খা, ফলমূল খা মাংস খাওয়া তুলে,
আয়না সবাই শান্তিতে রই, হিংসা দ্বেষ ভুলে।