ছড়া - কবিতা ১ । পৌষ ১৪৩২




আবার মাঠে খেলবে সবাই 













দেবীস্মিতা দেব 

কলকাতা, পশ্চিমবঙ্গ



 

গাল ফুলেছে টুকাইবাবুর
মন ভালো নেই আজ 
করবে না সে কিচ্ছুটি
তাই থাক পড়ে সব কাজ।

মা বলেছে আজ থেকে তার
মোবাইলে গেম বন্ধ
লাগছে যেন জীবন থেকে
হারিয়ে গেছে ছন্দ।

আগের মতো বিকেল হলে
কেউ আসে না মাঠে
একদমই না খেললে পরে
কী করে দিন কাটে?

সবাই এখন সুযোগ পেলেই
ডিজিটাল গেম খেলে
কার সাথে সে খেলবে মাঠে
কেউ না খেলতে গেলে?

রোজ বিকেলেই খেলার শখে
যায় সে ঠিকই মাঠে
খেলার সাথী না পেয়ে সে
একা একাই হাঁটে।

এসব দেখে থেকে থেকে‌ই
মা-বাবা হয়রান
মাঠের খেলা চুকেই গেল!
এই ভেবে ভয় পান।

খেলাহীন সব দিনরাত নিয়ে
টুকাই বড়ই ক্লান্ত
মা-বাবা তার ভেবে দেখলেন
সবটা আদ্যোপান্ত 

যদি সে কিছুই না খেলে
রোজ‌ চাপ পড়বে মনে 
সময় মেপেই নাহয় টুকাই
খেলবে মোবাইল ফোনে।

বিকেল হলে মাঠেও যাবে
সাইকেল নিয়ে তার
ওকে দেখে যদি বন্ধুরা আসে
খেলা হবে আরবার।