ছুটি
| শিউলির গন্ধে মাতাল বাতাসের স্নিগ্ধ হাসি, পুজোর ওই বাজনা বাজে শরতের শুনছি বাঁশি। আলোর ওই চিকনচিকে পালকের আকাশখানা, ছোটো এক উছল নদী কোথা যায়? কোন ঠিকানা? ডাকছে আমায় নাকি? দেখছি রঙের খেলা, এলো রে অচিন পাখি ঘুরে ঘুরে সারাবেলা। ইশারায় বলছো কিছু? আজকে নেইকো মানা, স্বপ্নের ধিন তা ধিনা যেথা মন চায় তো যা না। কাশের ওই সাদা চুলে সোনারোদ ঝলমলালো, ছুটির ওই নীলখামটা ডাকেতে কে পাঠালো? ঠিকানার খোঁজ করতেই বাউলের আগমনী, খাতা বই বন্ধ করে কু ঝিক ঝিক ডাক যে শুনি।
|