ধাঁধা । ভাদ্র ১৪৩২

 

<

 

 জা রু - 
পাঁচটি লেখা থেকে ধাঁধা চ্যালেঞ্জ। আপনার কাজ হবে ঠিক করে অনুমান করা কোন লেখার সাথে কোন সংকেতের মিল আছে!

 


ধাঁধা ১“সে প্রতিদিন দরজার বাইরে দাঁড়িয়ে থাকত, অথচ কেউ তাকে ঘরের মানুষ ভাবেনি—যেদিন তার রক্ত দরকার পড়ল, তখনই সে হয়ে উঠল পরিবারের অংশ।”

ধাঁধা ২“একটা বাক্স, যার ভেতরে কী আছে কেউ জানে না—তবু সবাই চায় সেটা খুলতে।”

ধাঁধা ৩“যে হাতটা আমার কাঁধে পড়েছিল, সেটা ছিল না কোনো জীবিত মানুষের।”

ধাঁধা ৪“ভূতেরাও বন্ধু চায়, শুধু ভয় না পেয়ে কেউ যদি পাশে বসে।

ধাঁধা ৫
“টফির গন্ধে পিঁপড়েরা এসে বলল—এই ব্যাঙ্কটা এখন আমাদের।”


 



 

 

 

  

 

 জা রু  

সঠিক উত্তরদাতা

. . . 

জয় কলিতা
শিবসাগর, অসম

দিপক বনিক
শালিমার গার্ডেন, গাজিয়াবাদ
 

শিপ্রা দাশ
কলকাতা, পশ্চিমবঙ্গ

 

প্রিয় কিশোর বার্তা বন্ধু, গল্পগুলোর সাথে সংকেত মিলিয়ে উত্তর বের করে পাঠিয়ে দিন, সাথে নাম ঠিকানা দিয়ে।
ই-মেল  : kishorbarta.writers@gmail.com

---

 জা রু ২  ( ধাঁধার উত্তর)

১:  লাইকা (লাইকা কে লাইক), 

২:  পটল পুরকায়স্থ (চোর খুঁজতে বাটপাড়), 

৩:  রেকর্ডিং সাউন্ডবক্স/স্পিকার (ভূতের মজা), 

৪:  গীতা (গীতার মার রহস্য), 

৫:  রস ঘনক (রস ঘনক)