রথের খেলায় জিলিপি পাঁপড়
ছোট্ট মেয়ের রঙিন কাপড়
রথে দিলাম নকুলদানা
এবার শুধু রথটা টানা।
ঐ মেয়েটির নাম কী জানি
হয়তো বা হবে রাধারানী
না না সেতো আবার হারিয়ে যাবে
কেই বা তারে খুঁজেই পাবে।
অত সময় নেইকো বাপু
তার চেয়ে চলো বাজাই ভেঁপু
ভেঁপুই বা আজ পাবো কোথায়
ধরেছে আকাল তালের পাতায়।
অগত্যাই প্লাস্টিকের বাঁশী বাজিয়ে
কচিরা দাপায় পাড়া মাতিয়ে
রাশিকতক জীভেগজা
ঢুকলে ঘরে ভীষণ মজা।
ওধারে দেখো লাল্টুসোনা
বাঘ সিংহ কুকুরছানা
বিশ্ব শুদ্ধু চাপিয়ে দিয়ে
ধীরে ধীরে যাচ্ছে নিয়ে।