পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ
| | জলভরা মেঘ নেই আর নেই আর বৃষ্টি অঝোর আকাশের মুখ নেই ভার সোনা রোদ ওড়ায় ঝালর। ইতিউতি হাসে কাশবন দিঘি-ঝিলে পদ্মের উঁকি মৌমাছি তোলে গুঞ্জন পড়া ভোলে সব খোকাখুকি। শিউলিরা ঝরে টুপটাপ হাসি ঝরে শরতের মুখে থাকা যায় বসে চুপচাপ? চোখ রাখি প্রকৃতির বুকে। কানে বাজে আগমনি গান মন টানে ঢাকের আওয়াজ পটুয়ারা ভোলে খাওয়া-চান চোখে ভাসে দুগ্গার সাজ। পুজো আসে, পড়ে যায় সাড়া রইরই শহরে ও গ্রামে হাতছানি দেয় প্রতিমারা মণ্ডপে ভিড়, ঢল নামে। সাজো সাজো রব ওঠে তাই পরনে নতুন সাজগোজ বেজে ওঠে পুজোর সানাই করি না তো দুঃখের খোঁজ! পুজো মানে খুশিঝরা দিন পুজো এলে দুঃখ মানায়? বুকে বাজে আনন্দবীন
সম্প্রীতি দু'হাত বাড়ায়।
|