ছড়া - কবিতা । বৈশাখ ১৪৩২



আয় বৃষ্টি ফিরে 












বটু কৃষ্ণ হালদা

কলকাতা, পশ্চিমবঙ্গ



 

ওরে বন্ধু আমার জীবন সাথী, আয়না ফিরে ঘরে
তুই যে মোর বৃষ্টি রানী, রাঙা মাটির পরে।
মুখখানি তোর লুকিয়েছিস, হল কিসের অভিমান? 
তুই না এলে তুলবে চাষী, গোলায় পেlড়া ধান।
একে একে যাচ্ছে ফিরে, যাদের আয়ু ছিল অল্প 
খাপরার চাল শূন্য হচ্ছে শুনে যা সেই গল্প।
জল বিহনে শূন্য উনুন, শুকনো খোকার মুখ 
অশ্রু ধারায় গ্লাস ভরেনি, শূন্য মায়ের বুক।
কদমতলে অভিমানী রাধা, দেয়নি দেখা কালা 
মনের কথা কইবে কাকে, বর্ষা জুড়া মনের জ্বালা।
পথের পথিক যায়নি হাটে, ফিরছে অভিমানে 
মাঠের ফসল মাঠে পড়ে, নীরবতার গানে।
দূর পাহাড়ের চূড়ায় খেলিস, লুকোচুরি খেলা
মাঠ ঘাট ভরিয়েদে তুই, ভাসবে রঙিন ভেলা