মা ভেবেছেন ঘুমিয়ে গেছি আমি
মা কি জানেন সেসব কথা
ঘুম গিয়েছে থামি।
দুধের বাটি থাকলো মাথার কাছে
বাঁশের বাঁশি কাগজ কলম
সবই রাখা আছে।
মা যখনই গেলেন রান্না ঘরে
আমি তখন চুপটি করে উঠি
খপাৎ করে মা তখনই ধরে।
মা ডেকে কন্ শোনরে ওরে খোকা
ভাবিস যে তুই বড্ড চালাক
মা'টা ভীষণ বোকা।
মা বকেনি শুধুই আমায় বলে
বুঝতে পাবি সেদিন যে তুই
যেদিন যাবো চলে।
ছুট্টে গিয়ে জড়িয়ে ধরে মা'কে
মা টেনে নেন বুকের ভেতর
চুপটি করে থাকে।
দুষ্টুমিটা যখন গেছে থামি
বলছে খোকা
এই দেখো মা ঘুমিয়ে গেছি আমি।