তোমাদের পাতা । কবিতা-ছড়া । জ্যৈষ্ঠ ১৪৩২



গাছ ও মানুষ










শ্রেয়া বেজ

বি.এড.
আর.এন. ঠাকুর বি.এড. কলেজ,  
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

 

গাছ হলো এই মহাবিশ্বের

                 মূল্যবান এক রত্ন

তাইতো তারা আমাদের নেয়

                 নানাভাবে যত্ন..


তারা আমাদের অক্সিজেন দিয়ে

                 প্রাণ দান করে

আমাদের উচিত কৃতজ্ঞ থাকা

                 তাদেরই তরে


এছাড়াও গাছ ফুল দিয়ে

                 মন্দির করে পবিত্র,

তাইতো তাদের দেখা যায়

                 সবজায়গায় সর্বত্র


আটকায় তারা প্রাকৃতিক দুর্যোগ,

                 ভূমিক্ষয়, খরা বন্যা,

তাইতো গাছকে মনে হয়

                 এক মানবরূপিনী কন্যা


গাছ আমাদের ঠান্ডা শীতল

                 ছায়া করে প্রদান,

এদের অপূর্ব সৃষ্টি যে

                 বিধাতারই বিধান


গাছ পৃথিবীর মাটিকে

                 শক্ত করে বেঁধে রাখে,

কিছুতেই মাটি হারাতে দেয়না

                 ধরণী ধরিত্রী মাকে


এছাড়াও গাছ বৃষ্টি আনতে

                 সহায়তা প্রদান করে,

বৃষ্টি তখন আনন্দেতে

                 ঝর ঝর করে ঝরে


গাছ আমাদের জীবন ধারণের

                 পথ দেখানোর দিশা,

গাছের উপকারিতা বলে 

                 শেষ করার যে আমার নেই ভাষা


এতকিছু দেওয়ার সত্বেও

                 গাছেদের মানুষ কাটছে,

মানুষ তাদের মানবিকতা গুলোকে

                 গলা টিপে মারছে


মানুষ এখন জঙ্গল কেটে

                 করে দিচ্ছে সাফ,

তারা যে বুঝতে পারে না

                 করছে কত বড়ো পাপ


মানুষ এখন হয়েছে আধুনিক

                 ভবনের দিকে আকৃষ্ট,

যেন তারা মনে করছে

                 গাছেরা বড়ই নিকৃষ্ট


তাই আমাদের মনে রাখতে হবে

                 গাছেদেরও আছে বাঁচার অধিকার,

আমরা এভাবে করতে পারিনা

                 তাদের প্রতি অত্যাচার


গাছ না লাগালে

                 পৃথিবী ধ্বংসের মুখে এগোবে,

তাই আমাদের এখন থেকে

                 সাবধান হতে হবে।