লেবুতলার ‘পাগলা দাশু’ লিখত ছড়া নিত্য,
পথচারী রসিক যারা ভিড় করে সব পড়ত।
কালো বোর্ডে, ভালো করে স্পষ্ট করে লেখা,
দাশুর ছড়া শীতে গ্রীষ্মে সবাই পেত দেখা।
টাটকা নানান বিষয় নিয়ে লিখত দাশু ছড়া,
দারুণ ভালো! বলত সবাই জনা দু’এক ছাড়া।
মুখরোচক এমন ছড়া, যেন গরম চপ!
দাঁড়িয়ে পাঠক ফেলত গিলে ঝট্পট গপগপ।
পাগলা দাশুর মন যা ভাবে ছড়ায় প্রকাশ হয়,
ছড়ায় পাগল হলেও মোটে মাথায় পাগল নয়।
মন মাতালে তার ছড়াতে ছড়ার খিদে বাড়েই,
এমন কবি কোন দুখে যে ‘পাগলা’ বলে তারেই!
ভাবনাতে রোজ টইটম্বুর পাগলা দাশুর মন,
দশের জন্য রসের ছড়া লিখল আজীবন ।
অসীম সময় চলেই শুধু, জীবন কেবল থামে,
পাগলা দাশুর জীবন পথে হঠাৎ যে মেঘ নামে!
জীবনটা তার থামল, তখন ভাঙল ছড়ার মেলা,
এই মাটিতে আসা-থাকা সব বিধাতার খেলা।
দাশুর কিন্তু হয়নি লেখা শেষ সময়ের ছড়া,
তবু দাশুর কীর্তি চেখে অবাক হবে ধরা।