ছড়া - কবিতা ১ । কার্ত্তিক ১৪৩২


বুলবুলি 












সৌমেন ঘোষ 

চেন্নাই, তামিল নাড়ু



 

বাড়িটার ঠিক কোনে 
কাঁটা নোটের ছোট্ট বনে 
                 ছিলো এক গাছ।
লাল লাল কত ফুল 
আর ছিলো বন কুল 
             তাতেই পাখির নাচ।

রং-বেরং - এর পাখি 
সারাদিন ডাকাডাকি 
                  সকাল হতে সাঁঝ।
ছোট্ট পাখি বুলবুলি 
ঠোঁট দিয়ে খড়কুটি গুলি 
              করতো কেমন ভাঁজ।

বোশেখ মাসের এক দুপুরে 
হঠাৎ আসা ভীষণ ঝড়ে 
               ভাঙলো তাদের বাসা। 
তুলে নিলাম আদর করে 
ছানা দুটো একটু নড়ে 
                শেষ হলো সব আশা। 

বুলবুলিটা খায়না কিছু 
মাথাটা তার একটু নিচু 
                   শোকে কাতর আজ। 
সারাটা দিন একদৃষ্টে 
চেয়ে থাকে ভূ-পৃষ্ঠে 
                    তখন হলো সাঁঝ।

 

<