ধাঁধা । পৌষ ১৪৩২

 <<

সূ চি প ত্র

 

 জা রু - 
পাঁচটি লেখা থেকে ধাঁধা চ্যালেঞ্জ। আপনার কাজ হবে ঠিক করে অনুমান করা কোন লেখার সাথে কোন সংকেতের মিল আছে!

 



ধাঁধা ১

নাটমন্দির নীরব রাতে,

হারিকেনের ক্ষীণ প্রাতে।

ঘুঙুর বাজে—ভয়টা ভুল,

উত্তরে বলো: কে?



ধাঁধা ২

রোদে বসে শক্তি পাই,  

মনের মতো যুগে যাই।  

সাহেব তিনে ফাঁদে পড়ল,  

বিজ্ঞানীর যানে নামটা বল।


ধাঁধা ৩

ব্যাগে লুকিয়ে দুটো প্রাণ,  

গোলাপি রঙে বেদানা জ্ঞান।  

মিঘ মিঘ ডাকে সারা—  

বল, কে ওরা—মাকে হারা?


ধাঁধা ৪

মাঠে ধুম ধাম লড়াই চলা,  

হাফটাইমে বাঁদিকে কলা।  

লাল পিঁপড়ে ভিড় জমায়—  

বল, কী বুদ্ধি গোল করায়?


ধাঁধা ৫

ভালো ভূত কথা শোনায়,  

জাদু আয়না পড়া শেখায়।  

চিটিং করলে সরে যায়—  

বল, পুকাই কী জিনিস পায়?


 

 

     

     


 

ধাঁধার উত্তর -

১:  গাছের ভাষা, উত্তর: গাছ 

২:  বাদুড় কথা, উত্তর: বাদুড়

৩: রেল ডাকাতের, উত্তর: বিকাশবাবু

৪:  ভোমরাবাবার আংটি, উত্তর: আংটি

৫:  পাথরের যন্ত্রপাতি, উত্তর: পাথর

 


সঠিক উত্তরদাতা -

সুতপা মন্ডল
 শিলচর, অসম

বিনয় রঞ্জন সেন
কালকাজি, নিউ দিল্লী 

সীমা দেবনাথ
আগরতলা, ত্রিপুরা

 

প্রিয় কিশোর বার্তা বন্ধু, গল্পগুলোর সাথে সংকেত মিলিয়ে উত্তর বের করে পাঠিয়ে দিন, সাথে নাম ঠিকানা দিয়ে।
ই-মেল  : kishorbarta.writers@gmail.com