| | সকাল সাঁঝে ঘরের মাঝে বইতে গুঁজে মুখ, থাকতে কি আর ভালো লাগে? হয় কি মনে সুখ?
অঙ্ক ভূগোল ব্যাকরণের বড্ড মাথায় চাপ, হোমওয়ার্ক হয়নি ফিনিস করছি তাই বিলাপ।
জানলা দিয়ে মারছে উঁকি দুষ্টু মেঘের পরি, হাতছানি তে ডাকছে আমায় 'আয়না খেলা করি'।
দখিন হাওয়া দোল দিয়ে যায় ঘরের টবের ফুলে, আমায়ও ছোঁয় ইচ্ছে করেই কিংবা মনের ভুলে।
অমনি আমার মন উড়ে যায় দখিন হাওয়ায় ভেসে - আকাশ পাড়ার মেঘ পরিটার সঙ্গে গিয়ে মেশে।
|