তোমাদের পাতা - ৫ । বৈশাখ ১৪৩২

 মা  










সমাদৃতা রায়

দ্বাদশ শ্রেণি,
মাখলা হাই স্কুল,
হুগলি, পশ্চিমবঙ্গ।


সূ চি প ত্র

 

মায়ের মত কেউ পরে না শাড়ি,

মা যে আমার ভালোবাসার নারী।

মা যখন অফিস যায় চলে,

"লক্ষ্মী হয়ে থাকবে" যায় বলে।।

 

বড় হয়ে মায়ের মত হব-

রোজ সকালে অফিসে যাবো।।

 

অফিসে গিয়ে মায়ের মত

করবো হরেক কাজ।

হরেক রঙের শাড়ি পড়বো

সঙ্গে নানান সাজ।।

 

মা যখন ফেরেন অফিস থেকে,

সব ভুলে ঝাপাই সুখে মায়ের বুকে।।