ছড়া - কবিতা ১০ । আশ্বিন ১৪৩২

প্রাণের আগমনী









সুজিত কুমার পাল

শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ



 

আসছে উমা বছর পরে

শিউলি শরৎ প্রাতে,

নদীর তীরে শুভ্র পরী

হিমেল হাওয়ায় মাতে


খুশির জোয়ার ঘরে ঘরে

দুঃখ গেছে দূরে,

স্নিগ্ধ বাতাস উঠলো ভরে

আগমনীর সুরে


নীল আকাশে মেঘের তরী

বইছে সারা বেলা,

জ্বলবে ঘরে মঙ্গল দীপ

আসছে মিলন মেলা


আসছে ঘরে জগৎ মাতা

ভরবে অন্তঃপুর,

মনের কালো যাবে মুছে

দুঃখ হবে দূর


মায়ের বোধন হবে এবার

পড়বে কাঠি ঢাকে,

চিরকালের আবেগ শুধু

তোমায় মনে রাখে।


হিমের পরশ লাগলো হাওয়ায়

পূজার গন্ধ ভাসে,

আসছে উমা বছর ঘুরে

ভরা শারদ মাসে


লাগলো চোখে নতুন আলো

জাগলো নতুন সুর,

আঁধার রাত্রি গেল দূরে

ঐ এল রোদ্দুর।