ছড়া - কবিতা ৩ । কার্ত্তিক ১৪৩২


নট-ট্রান্সফারেবল






পীযূষ কান্তি সরকার

হাওড়া, পশ্চিমবঙ্গ 



 

নিত্যদিনের 
    যাত্রীঠাসা লোকাল চলেছে
ক্রিকেট-টেনিস 
    টিএ-ডিএ-র হিসাব জমেছে।

ঠিক সময়ে
    কামরায় এসে টিকিট-চেকার হাজির
বলে ওঠেন,
     “টিকিট দ্যাখান, রাখুন সেরা নজির”।

উকিলবাবু
    বলে ওঠেন, “আমার যে মান্থলি!”
চেকারবাবু
    বলেন হেসে, “দ্যাখান কাইণ্ডলি!”

পকেট থেকে
    বের করে হাতের মাঝে রেখে
বলেন তিনি,
     “দেখে নিন এবারে দূর থেকে”।
চেকারবাবু
    বলে ওঠেন, “হাতে দিতে হবে”।
উকিলবাবু
    বলেন জোরে, “পারব না তো তবে!

আমি সদাই
    নিয়ম মানি, মেনেই চলি কেবল–
দেখুন এ-তে
    লেখা আছে নট-ট্রান্সফারেবল”।

 

<