ধাঁধা । আশ্বিন ১৪৩২

 

 

 জা রু - 
পাঁচটি লেখা থেকে ধাঁধা চ্যালেঞ্জ। আপনার কাজ হবে ঠিক করে অনুমান করা কোন লেখার সাথে কোন সংকেতের মিল আছে!

 


ধাঁধা ১

আমি নামহীন, তবু সবার মুখে আমার 

ডাক।

হাসিমুখে করি কাজ, পাই না তার

ঠিকঠাক মুল্য বা মাক।

তিনতলা সিলিণ্ডার, নালা পরিষ্কার,

মালিশ—সবই আমার দায়িত্ব,

তবু আমি "বোকা", তাই কেউ দেয় না

সম্মান বা প্রীতির স্নেহসিক্ত।

- বলো তো, কে আমি?


ধাঁধা ২

আমি আসি না ডাকলে,

আসি না চিঠি পেলে,

আসি না রকেটে, প্লেনে, বা ট্রেনে,

তবু একদিন হঠাৎ হাজির হই নির্জন মাঠে।

 বলো তোকে আমি?


ধাঁধা ৩

আমি থাকি ভাড়ায়,

তবু নেই আমার চুক্তিপত্র,

ঘরদোর ঝাঁট দিই, মাছ ধরি,

ফল পেড়ে বস্তায় ভরি।

 বলো তোকে আমি?


ধাঁধা ৪

আমার নামটা পুরোনো,

তবু মনটা একদম নতুন,

আমি মাঠে ছুটি, বই ফেলে,

বন্ধুর মুখে হাসি ফোটাই চুপিচুপি।

বলো তোকে আমি?


ধাঁধা ৫

আমি জানালার ধারে বসি,

অঙ্কের খাতায় সাদা পৃষ্ঠা জমা দিই,

তবু আমার চোখ থাকে মাঠে, নদীতে,

যেখানে জীবন বইছে, বইছে গল্প।

 বলো তোকে আমি?


 



 

  

  

   

     

     




 

ধাঁধার উত্তর

-

১:  মানব ধর্ম 

২:  লাবুবুর রহস্যম্য              হাসি 

৩: সেই পোড়ো বাড়িটা 

৪:  ছোট্ট ভূতের বাড়ি 

৫:  টুবলুর পিগি ব্যাঙ্ক

 


সঠিক উত্তরদাতা
-

সুতপা চৌধুরী
বিরাটি, পশ্চিমবঙ্গ

দীপঙ্কর পাল
কৈলাশহর, ত্রিপুরা
 

প্রদীপ বণিক
ডিগবয়, আসাম

রানু ভট্টাচার্য
কলকাতা,পশ্চিমবঙ্গ

 

প্রিয় কিশোর বার্তা বন্ধু, গল্পগুলোর সাথে সংকেত মিলিয়ে উত্তর বের করে পাঠিয়ে দিন, সাথে নাম ঠিকানা দিয়ে।
ই-মেল  : kishorbarta.writers@gmail.com