ছড়া - কবিতা । শ্রাবণ ১৪৩২


 ঝিনুকমালা 












দীপঙ্কর বেরা

নরেন্দ্রপুর, পশ্চিমবঙ্গ



 

ঝিনুকমালা ঝিনুকমালা তোমার বাড়ি কই

আমার বাড়ি মাঝে মাঝে এসো তুমি, সই।

তেপান্তরের মাঠ পেরিয়ে ছোট্ট সবুজ বন

তারই পাশে থাকি আমি তোমার আপন জন।


পিঁড়ি পেতে বসতে দেবো পুকুর জলে স্নান 

রূপাই ধানের মুড়ি দেবো কাঁসার থালায় পান,

গাছের পাতার মিঠা বাতাস বইবে তোমার গায়

তোমার জন্য সূর্য সোনা বসবে মেঘের ছায়।


ঝিনুকমালা ঝিনুকমালা হাঁটছো টুকুর টুক

এ পথ দিয়ে রাস্তা বাঁকা রোদের হাসি মুখ,

আসতে যেতে রাঙা পিসি মন করে আনচান

হেলান দেওয়া পুঁইয়ের মাচা ফিঙে শোনায় গান।


ইকিড় মিকিড়ি চিকিড় একা রাখছে না রাখঢাক

মারছে উঁকি জলের পোকা শালুক ফুলের শাক,

তাল পড়েছে ছুটছে রাখাল হাসছে ছোট্ট শান

ঝিনুকমালা তোমার জন্য রইল এমন গান।


পদ্ম শালুক মোহন বাঁশি আকুড় মাকুড় ফুল

দুলছে কেমন কনক রাণীর লম্বা এলো চুল,

ঝিনুকমালা টুকুর টুকুর এসো আমার ঘর

তোমার বাড়ি বলে যেও আর ভেবো না পর।