গৌতম হাজরা হাওড়া , পশ্চিমবঙ্গ
| | দূরের মাঠ। নদীর ঘাট। পাখির ডাক। আকাশ নীল। ছড়ায় মিল। মাঝির হাঁক।
ছলাৎছল। দলকে দল। ভাসছে হাঁস। ধানের দেশ। সবুজ রেশ। কোথাও পাস?
শাপলা বিল। দারুণ মিল। মেঘ দুপুর। অঝোর বৃষ্টি। জমবে ফিস্টি। গানের সুর।
আলোয় আলো। লাগছে ভালো। ফরসা সব। হিজল গাছ। দেখায় নাচ। যেন পরব।
এই তো বেশ। আমার দেশ। ফড়িং, ঘাস। এই এখানে। মাটির ঘ্রাণে। আমার বাস।
|