পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
| | হ্যাঁ , হ্যাঁ, কান্তবাবুর দুইটি ছেলে
শান্ত অতি খুব সকাল হলে দেয়না তারা
পুকুর জলে ডুব। পড়াশুনোয় ভীষণ ভালো
লক্ষ্মী সুবোধ ছেলে সুযোগ বুঝে বই পত্তর
দেয়না ছিঁড়ে ফেলে। খেলাধুলোয় মন্দ নয়তো
মাঠের মাঝে সেরা না করে গোল যাদের কভু
হয়না ঘরে ফেরা। খাওয়া দাওয়ায় শুচিবায়ু,
দেয়না কিছু মুখে! পেটখানা দুই জালার মতো
হলোগো কোন সুখে! বিনয়ী খুব? নম্র তোমার?
চুপটি ভারী বই; লাগলে আঁতে মুখে তাদের
অমনি ফুটে খই। এ ওর ঘরে ঢিল ছুড়ে
কে, লাগে এ ওর পিছে জ্বলছে প্রদীপ চেয়ে দেখ
আঁধার জমে নীচে। এই যদি হয় নমুনা ভালোর
সোনা আসল দামী, সত্যিই মা বলছি তোমায়
|