মন থাকে না ঘরে পড়লে পূজোয় ছুটি
নেচে বেড়ায় তা-ধিন
বেরিয়ে পড়ি ক'দিন
সাগর হলে পুরি, পাহাড় হলেই উটিI
ছেড়ে ঘরের কোন অমনি বেরিয়ে পড়ে
পথ যে বড় টানে,
নতুন অভিযানে
গুছিয়ে নিয়ে ব্যাগ বসি ট্রেনে চড়েI
ছুটে ট্রেনের গাড়ি পেরিয়ে পাহাড় বন
সুদুর পথের টানে,
দেখি দুরের পানে
হাতছানি দেয় আকাশ - মুগ্ধ দু'নয়নI
ছবির মতো সবই - গিরি মরু সাগর
ঝর্ণা তুষার বন
নেইতো আকিঞ্চন
চরৈবেতির মন্ত্রে ছুটি দেশ ও দেশান্তরI