মনে হয় চেনা সব কার যেন
আঁকা!
গাছগুলো নাচে আর মাথা
নেড়ে যায়
কেউ এসে ডাকে দেয় কার
ইশারায়।
কী এমন মজা আছে কেউ জানে
নাকি
পাহাড় টপকে গেলে আরো কত
বাকি।
মেঘগুলো নেমে এসে করে ঘুর
ঘুর
দূরে ওই দেখা যায় মুঠো
রোদ্দুর।
মেঘ বলে এ তো দেখি বড়ই ঝামেলা
মুঠো রোদ হাঁক পাড়ে শেষ
হোক খেলা।
অমনি পালায় মেঘ ডিঙিয়ে
পাহাড়
হাঁকডাক নেই মোটে মুখ ভার
ভার।
এ পাড়ার যত মেঘ ও পাড়ায়
গিয়ে
কালিঝুলি মাখা জামা নিল
পাল্টিয়ে।
যেতে যেতে পায় যদি শিউলি
সুবাস
বুঝে যায় এসে গেছে আশ্বিন
মাস।