বইমেলায় সন্দেশ-এর স্টল সেরা স্টলের পুরস্কার পেয়েছে। দারুণ খুশি হয়ে বড় সম্পাদক শুধু সন্দেশে আনন্দবার্তা দিয়েই ক্ষান্ত হলেন না, যে সব সন্দেশী, সম্পাদিকা, কর্মচারী, লেখক, গ্রাহক বইমেলায় সানন্দে খেটে এই পুরস্কার সম্ভব করে তুলেছে, তাদের উনি নিজের বাড়িতে মার্চের এক সকালে(১৮ই কি?)আমন্ত্রণ জানালেন। মহা উত্তেজিত সন্দেশীরা নির্দিষ্ট সময়ের আগেই নলিনীদি (দাশ) আর ভরতদার (দাশ) পিছু পিছু ১|১ বিশপ লেফ্রয় রোডের তিনতলার ফ্ল্যাটে এসে হাজির।
সন্দেশীদের জন্য বড় সম্পাদকের দরজা সর্বদাই খোলা। সকলকে দেখে তাঁর 'ওয়েলকাম হাসি' সন্দেশীদের সব দ্বিধা সংকোচ খোলা দরজা দিয়ে উধাও। পরের সময়টুকু আনন্দধারায় ভেসে গেল। নানান প্রশ্ন, বইতে সই, গ্রুপ ছবি সবই হই হই করে হলো।শেষমেশ ওঁর খাবার সময় হয়ে যাওয়ায় অতৃপ্ত মন নিয়েই সর্বাঙ্গে আনন্দ মেখে সন্দেশীরা বড় সম্পাদককে রেহাই দিল। সন্ধ্যায় আবার ট্রায়াঙগুলার পার্কের কার্যালয়ে লীলাদিদের সঙ্গে উদযাপন আছে।