ছড়া - কবিতা ১ । কার্ত্তিক ১৪৩২



স্বচ্ছতা 


অরুণ কুমার

সরকার 

শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ 



 

স্বচ্ছ আমি স্বচ্ছ তুমি 
স্বচ্ছ করো মন,
স্বচ্ছ রাখো মাতৃভূমি 
স্বচ্ছে রাখো পণ।

স্বচ্ছ আমার বাড়ির উঠোন
স্বচ্ছ নদী মাঠ,
স্বচ্ছ রাখি প্রতিদিনই 
বাজার কিংবা হাট।

স্বচ্ছ রাখো স্কুল কলেজ 
স্বচ্ছ শৌচালয়,
স্বচ্ছ হাতে খাবার খেলে 
থাকে না কোনো ভয়। 

স্বচ্ছ হলে পিছু হটে 
হাজার ব্যাধি রোগ,
স্বচ্ছ থেকে বাঁচো অধিক 
জীবন করো ভোগ।

স্বচ্ছ রাখো নালা ভেড়ি 
স্বচ্ছ রাখো পথ,
স্বচ্ছ থাকবে স্বাস্থ্যকেন্দ্র 
বিজ্ঞানেরই মত।

স্বচ্ছ আমি স্বচ্ছ তুমি 
স্বচ্ছ করো মন,
স্বচ্ছ রাখো মাতৃভূমি 
স্বচ্ছে রাখো পণ।