ছড়া-কবিতা - সহজপাঠের দিন - টুম্পা মিত্র সরকার । জানুয়ারি - ২০২৪

   






 সহজপাঠের দিন






টু ম্পা  মি ত্র 
স র কা র






....

....

কিশোর বার্তা-র 
এই গল্পটির ছাপা সংখ্যাটি রেজিঃ ডাকে পেতে -

 

 

সকাল হলেই তমিজ মিঞাকে দেখি

গোরুর গাড়িতে শহরের দিকে যায়

উনুনের ধারে উবু হয়ে দুখী বুড়ি

আগুন পুহিয়ে গুনগুন গান গায় |

 

দিঘি ভরা জল ঢলঢল করে পাশে

মাধবী লতায় মৌমাছিদের ভিড়

পুজো হবে তাই ফুল তুলে আনে রাম

ঘটিখানা মাজা হয়েছে কি বামির ?

 

আজ বুধবার, যাওয়া নেই ইস্কুলে

নটুকেও তাই দেখছি যে খুশি ভারি

চড়িভাতি ওরা করবে ক'জন মিলে

সৌরিদিদি তো ভাত রেঁধে দেবে তারই ।

 

আমি আর নীলু তালবন দিয়ে হেটে

যাচ্ছি যখন নদীর ঘাটের কাছে

জলের নাচন যাচ্ছিল ছুঁয়ে তীরে

ঢেউয়ের দোলায় বাঁধা নৌকোটা নাচে |

 

দেখতে দেখতে বেলাখানা পড়ে আসে

থেকে থেকে দূরে হু হু করে হাওয়া বয়

দুরু দুরু বুকে আমলকি বন কাঁপে

তার যে কেবল পাতা খসানোর ভয় !

 

সূত্র : সহজপাঠ