ছড়া-কবিতা - তুমি আঠারো - কিরণময় নন্দী | মার্চ - ২০২৪




     তুমি আঠারো







কি র ণ ম য় 

ন ন্দী





....

....

কিশোর বার্তা-র 
এই গল্পটির ছাপা সংখ্যাটি রেজিঃ ডাকে পেতে -

 

 

আঠারো তুমি উদ্যাম, তুমি চঞ্চল, তুমি আবিষ্কারের নেশায়

তুমি কেরিয়ারে ব্যস্ত, তুমি স্বপ্ন ভঙ্গে ত্রস্ত

তুমি দুর্বার, তুমি উন্মন, তুমি রঙীন আশায়...

 

আঠারো তুমি ক্ষুরধার যুক্তি, তুমি একরাশ আবেগ, তুমি আগামীর মুক্তি

তুমি কালবৈশাখী শেষে শান্ত, তুমি হিমেল হেমন্ত, তুমি লাল পলাশের বসন্ত

তুমি সূর্যের তেজে ম্যাগমা, তুমি সুনামি, তুমি অজেয় অশ্বত্থামা...

 

আঠারো তুমি বজ্র কঠিন, তুমি গতিশীল, তুমি ভীষণ ভয়ঙ্কর

তুমি শাসকের চোখে চোখ রাখো, তুমি প্রতিকূলে হাঁটো

তুমি প্রতিবাদী, তুমি রণডঙ্কা, তুমি রুদ্র-নটরাজ-শঙ্কর....

 

তুমি থেমো না আঠারো, প্রতিকূলে বিপ্লব প্রচণ্ড

তুমি লক্ষ্যে স্থির, তুমি আগত, তুমি ভবিষ্যৎ

তুমি পার্থসারথী, তুমি শানিত কলম, তুমি পাঞ্চজন্য....