ছড়া-কবিতা - বইপোকা - মানসী পাণ্ডা | মার্চ - ২০২৪



   বইপোকা







মা ন সী 

পা ণ্ডা







....

....

কিশোর বার্তা-র 
এই গল্পটির ছাপা সংখ্যাটি রেজিঃ ডাকে পেতে -

 

 

কুট কুট কুট কুটুর কুটুর কাটছে না কেউ দাঁতে,

ওরম করে বই খাওয়া যে নেইকো তাদের ধাতে।

 

খস খসিয়ে উলটে পাতা, চোখ আর মনের ভোজ

কোথায় কেবা ডাক পাড়ল কান করে না খোঁজ।

 

আধশোয়া বা উপুড় কিংবা আধঝোলা সব দেহে,

তলিয়ে যায় ওই অথই অতল আখরগুলোর স্নেহে।

 

তারপর এক অবাক ভ্রমণ কালোয় সাদায় মিলে,

সওয়ার অলীক সময়যানের, ভাবের লাগাম ঢিলে।

 

গদ্য-পদ্য, কল্প-গল্পে, সহজ কঠিন লেখার ডাকে,

অন্যলোকে বেভুল ভুলে, কথা কথার ছবি আঁকে।

 

আধেক জেগে, আবেশ মেখে-জলখাদ্য দূরে ঠেলে-

বর্ণ, হরফ সামনে যা পায় গোগ্রাসে খায় গিলে।

 

বই যদি নাই বা জোটে, অদরকারি কথা মিছে,

ঠোঙার লেখাও আঁকড়ে কাছে, বইপোকারা বাঁচে।