ছড়া-কবিতা - সে দিনের ছবি - উৎপলকুমার ধারা | মার্চ - ২০২৪




    সে দিনের ছবি








উ ৎ প ল
কু মা র
ধা রা




....

....

কিশোর বার্তা-র 
এই গল্পটির ছাপা সংখ্যাটি রেজিঃ ডাকে পেতে -

 

 

চোখ মেললেই দেখা হয় নাকো

যেতে চাইলেই যাওয়া হয়না যে

সহজে পেরিয়ে সহজিয়া সাঁকো

যায়না কো ছবি আঁকা আন্দাজে !


মেঘ ছোটে কোন দিকভুল দূরে

হয়নাকো দেখা দরজাটি খুলে

রাত আলোকরা আকাশটা জুড়ে

কতো তারা ফোটে পরিদের চুলে !


মাঠে রোদ্দুর খেলা করে ঘাসে

ফুল-কুঁড়িগুলো শিশিরেতে মাখা

বাতাসি ধুলোয় কতো মায়া ভাসে

সহজে সে ছবি যায়নাকো আঁকা !


ছবি মানে সেই রঙের তুলি

হিজিবিজি কাটা আঁকার খাতায়

রূপকথা মাখা ঠাকুমার ঝুলি

ভাসেনাকো আর চোখের পাতায় !


বাড়ালেই হাত যায়নাকো পাওয়া

অস্তরাগের সেই গোধুলিকে

মন থেকে সব দূরে চ'লে যাওয়া

ফেলে আসা যতো খামখেয়ালিকে !!