ধাঁধা ১
আমি শুয়ে থাকি চরে,
রোদ পোহাই, পিঠে খেলা চলে।
খিদের তাড়নায় ভাবি ছানা,
কিন্তু কাঠারির গল্পে কাঁপে গা-জানা।
- বলো তো, কে আমি?
ধাঁধা ২
আমি এসেছিলাম থলে ভরে,
কমলের বুকে জড়িয়ে গিয়েছিলাম ঘরে।
সাপের সাথে খেলি, সাইকেল তাড়াই,
পুরোহিতের পায়ে ঠোকর মারি তাই।
শেষে পাড়ার রোষে, হাটে যাই,
তবু আমি বন্ধু, খাবার নই ভাই।
- বলো তো, কে আমি?
ধাঁধা ৩
আমি দীঘির পাড়ে বসে,
রঙিন লেজে হাত বাড়িয়ে জলে ভেসে।
গুহায় গিয়েছি, কাঁচি চালিয়ে,
আস্পের মুখের বাঁধা খুলেছি সাহসে।
শেষে নিলাভ আলো হাতে,
ফিরেছি ঘরে, মাছেরা হাসে।
- বলো তো, কে আমি?
ধাঁধা ৪
আমার নেই ধন, নেই দৌলত,
তবু হাসি ছড়াই, নেই কোনো অশান্তি-অবসাদ।
জমিদার খুঁজে পেল সুখের জামা,
আমার গায়ে ছিল না কিছু, তবু ছিলাম সবার চাওয়া।
- বলো তো, কে আমি?
ধাঁধা ৫
আমি ডাঙার মেয়ে, সমুদ্রের বন্ধু,
লাল স্কার্ফে সংকেত দিই, হারিয়ে যাই তলদেশে তৃষ্ণার মতো।
রাজা নয়, রাজডুবুরি আমি,
হাল্লুর সঙ্গে ভাসি, মাছেদের হাসি।
- বলো তো, কে আমি?