মানুষ দেখো বাঘ সেজেছে
আর সেজেছে কুমির
বনের বাঘের বন হারিয়েছে
রং হারিয়েছে ভূমির।
নিজের স্বার্থে গাছ কেটেছে
ধ্বংস করেছে বন
পুকুর বুজিয়ে ফ্ল্যাট করেছে
বাঁচবে জনগণ?
কালো ধোঁয়ায় আকাশ ঢেকেছে
ফুল ফোটেনা গাছে
রঙিন কাগজে পৃথ্বী সেজেছে
কিভাবে মানুষ বাঁচে?
এসব কথা বাঘ জানেনা
জানেনা পশুপাখি
আমরা এসব জেনেশুনেও
বন্ধ ঘরে থাকি।
জানবো এবার জগতটাকে
মানব হিতার্থে
একার জন্য বাঁচে না মানুষ
বলবো সহর্ষে।