জ্ঞান বিজ্ঞান । শ্রাবণ ১৪৩২



বোতল ব্রাশ 












ড. সৌমিত্র চৌধুরী

কলকাতা, পশ্চিম বঙ্গ




 

ফুলটার নাম আর কী হতে পারে? দেখতে যেন একবারে বোতল পরিষ্কার করবার ব্রাশ। আর সত্যি ফুলটির নাম ইংরাজিতে ‘বোতল ব্রাশ’ (Bottlebrush plants, বৈজ্ঞানিক নাম Callistemon spp.)।

বংলা নাম আছে কি? নেই, থাকবে কী করে? বাংলা মুলুকের ফুলই নয় এটি। বিদেশী ফুল। যে গাছের ফুল, তারও নাম বোতল ব্রাশ। অর্থাৎ বোতল ব্রাশ গাছে ঝুলতে থাকে উজ্জ্বল লাল রঙের এই ফুলটি। মিরটাসিয়া (Myrtaceae) পরিবারের এই বৃক্ষের আদি নিবাস অস্ট্রেলিয়া। অন্য কিছু দেশেও এর দর্শন মেলে।  

হঠাৎ দেশের অসংখ্য গাছ আর ফুল থাকতে বিদেশী একটা গাছ নিয়ে পড়লাম কেন? কারণ আছে। এ দেশ যে আপন করে নিয়েছে এই বিদেশী গাছকে। এই গাছ (ফুলও) দেখলাম যে বাংলা মুলুকে। বোলপুর, শান্তিনিকেতনে ঘুরতে গিয়ে খালি হাতে ফিরবো, তা কি হয়? নিয়ে এলাম গাছটাকে ক্যামেরা বন্দী করে। 

ছবি - ড. সৌমিত্র চৌধুরী

পনের বিশ ফুটের শক্ত গাছ। লাল ফুল ধরে। এই পরিবারের কোনো গাছের ফুল হলুদ রঙা। গাছটি বেশ উপকারী। বৃক্ক (Kidney) সংক্রান্ত রোগে ব্যবহার হয় গছটির পাতা। হজমের গণ্ডগোল দূর করতে অনেক দেশে এর ব্যবহার হয়। অস্ট্রেলিয়া মহাদেশে ব্যবহার হয় শক্তি বর্ধক (Energy drinks) পানীয় হিসাবে। 

কোথায় দেখলাম বঙ্গভুমে এই গাছ? এবার বলেছি নির্দিষ্ট করে। বীরভূম জেলার বোলপুরে। শান্তি নিকেতন সংলগ্ন হরিণ পার্কে ঢুকবার মুখেই। গাছের গায়ে বাংলায় লেখা 'বোতল ব্রাশ'আর মার্চ এপ্রিলে ফুলের দেখাও মিলবে।



আরও পড়ুন  -

 

+ ফুলের কেন এত রঙ

+ ডাকটিকিটে নোবেলজয়ী বিজ্ঞানী ...

+ প্রকৃতির ফাঁদ

+ বিজ্ঞান দিবস ও ভারতের নোবেলজয়ী বিজ্ঞানী

+ হাড়গিলা কি বিলুপ্ত পাখি

+ মাইক্রোবায়োলজি আর মাইক্রোস্কোপ

+ রহস্যে মোরা গিরগিটি

+ হাঁস নিয়ে অন্য কথা